Skip to main content

Posts

Hello English

লেদ মিশিন

 কেউ কঠোর পরিশ্রম করে দিনে ৫০০ টাকা ইনকাম করে। আবার কেউ অনলাইনে ১ঘন্টার ভিতর ১০০০ টাকা ইনকাম করে। (পরিশ্রমী গাধার কথা তো মনে আছে সবার) এটা হলো বুদ্ধির খেলা সিন্ধান্ত তোমার, তুমি কি করতে চাও যদি মাসে ভালো ইনকাম করতে চাও, তাহলে আর অপেক্ষা না করে আজই Join হয়ে যাও। দেখিয়ে দাও শুধু জেনারেল স্টুডেন্টরাই নয়, আমরাও সফল্যের পথ বেচে নিতে পারি। দুইজন ইনবক্স করছিল, একটু সংকোচ করে।  সাধারণত সবাই একটু সংকোচ করে, ☞(সবাই কি ভাববে????🤔)এই চিন্তাই সফল্যের একমাত্র কাঁটা। Soo... সিদ্ধান্ত তোমার। তাই তাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম,(আমি আবার তেমন ভিডিও টিডিও করিনা,😊😊) তৈরি যখন করছি সবার সাথে শেয়ার করলাম। ভিডিওটা(বেসিক) ভালো করে দেখ, আশা করি ভালো লাগবে। আর দেরি না করে.... ইনবক্স বা Contract 01866278713
Recent posts

সোল্ডার

“টমাস আলভা এডিসন” পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল, "মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।" মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা, কাঁদছ কেনো?" চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা, এটা আনন্দের কান্না!" বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই।" মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখার ভাষা বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন, "ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত শিক্ষক আমাদের নেই। তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।" পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।" মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন "টমাস আলভা এডিসন" বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্য...